যান্ত্রিক

Reading Time: < 1 minute

শিক্ষার কোনো শেষ নেই,দুঃখের নাই রেশ

দুঃখ আজ কোনোভাবেই ভালো লাগছে না বেশ

পেশা চলে গেছে শুধু ঘরে শুই উঠি বার দশেক জেগে

ভাবা হয় না কিছুই , আবার শুয়ে পড়ি রেগে

যন্ত্রের ভরসায় পরে আছে যারা ভাবনা নেই আর

কত কিছুই আছে চুপচাপ ঘরে বসে করার

ঘরে বসে লিখছি এটা ভাবতে পারো কি তা!!

যন্ত্রের মাঝে ঢুকে গেছে আজ তোমায় বলাই বৃথা

 –    হঠাৎ কবি    

 

Leave a Reply