দুর্দিনের দূরবীনে

binoculars @pexels
Reading Time: 2 minutes

দুর্দিনের দূরবীনে

একটা টাকা পকেটে ছিলো না ,

তিন মাস কেটে গেছে লকডাউন চলছে ,

আটা নেই বাড়িতে ,

  থলেটা রাস্তায় পরে গেছিলো ,

  হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে ভাবছিল,

  ধার নিলে কেমন হয় , ভেবে দেখল এটাও তো

  বাড়ছে , সোশাল মিডিয়া তে যাইনি এমনটা

  নয় কিন্তু টাকা টা রেগুলার নয় ।

  আর নাটক করতে আজকাল আর তেমন

  ভালো লাগে না ,

  নাটক করতে হলে দর্শক এর সামনে করবে ,

৫ মিনিট হয়নি রাস্তায় পকেটে

৫ টাকা ঠেকলো হাতে ,

বুঝছে খুচরো র ব্যবহার অনেকদিন করেনি ।

যদিও সাহায্য করতে আসছে বাইরে থেকে ,

তাও আত্মনির্ভর সুনীল কিছু কাজের সন্ধান

সম্পর্ক এ ভাবছে ।

মোবাইল এ আগে গেম খেলা হতো ,

পাউডার , পারফিউম ,

ভালো জামা কাপড় কেনা হতো চৈত্রে ,

লক ডাউন এর দুর্দিনে

সেসব একদম হিসেবে এসেছে ,

বাড়ি থেকে যেটুকু আসে ওইটুকু ,

আর নিজে ও একটা চেষ্টা করছিল চাকরির,

একটা চালাঘর এ থাকে সুনীল ।

স্মার্টফোন কেনা হয়নি , জিপি আর এস ফোন দিয়ে

কাজ চালাচ্ছে ।

  ক্যাফে গিয়ে খেলার চল কমছে হয়ত

  ঘরে ঘরে কম্পিউটার আসছে মনে হয় ,

কোনো ঘরে চাল এর সমস্যা,

জীবন ধারণ মুশকিলে ফেলছে ,

সুনীল ভেবেছিল এই ডিসেম্বর গেলেই

ভালো চাকরির খোঁজ নেবে ,

করোনা এমন জায়গায় গেলো ,

যে আটকা পড়ল ,

উৎসাহ , উদ্বীপনা আটকালো ,

নাহলে সকালে মাঠে গিয়ে ছুট তো ,

বন্ধ হলো ,

স্যানিটাইজার কিনতে খরচা গেলো ,

মাস্ক বাড়িতে আনতে খরচা গেলো ,

তারপর টাকার খোঁজ রাখেনি সে ,

কোন টাকা কী খাতে খরচ হচ্ছে ,

কিছুই হয় ত খোঁজ ছিলো না ,

টিভি তে বাড়িতে থাকতে বলছে ,

স্টে হোম , স্টে সেফ ।

ইনকাম কোথায় ?

বাইরে সতর্কতার সঙ্গে যেতে হয় ।

আজ এই সময় দাড়িয়ে

একটা কথা সুনীল বুঝতে পারে ,

যেতে তো হয় ই ,

এই দুর্দিনে শুধুমাত্র অর্থে নয়

উদ্দীপনায় , চেতনাতে প্রভাব পড়তে পারে ।

আরও কিছুর চেষ্টা ও করবে ঠিক করে ,

হাঁটা বাড়িয়ে সামনের দোকানের দিকে

এগিয়ে গেলো ।

Leave a Reply